বিজেপির ভোট শতাংশ বেড়েছে!

এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, বিজেপির নির্বাচনী ফলাফল প্রসঙ্গে মন্তব্য করলেন বিজেপির মুখপাত্র অঙ্কন দত্ত। 

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update

নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, বিজেপির নির্বাচনী ফলাফল প্রসঙ্গে, বিজেপির মুখপাত্র অঙ্কন দত্ত বলেছেন, " ২০২১ সালের বিধানসভা নির্বাচনের তুলনায় এবারের লোকসভা নির্বাচনে বিজেপির সাত লক্ষ ভোট সংখ্যা বেড়েছে। ২ কোটি ২৮ লক্ষ থেকে আমরা ২ কোটি ৩৫ লক্ষ ভোট সংখ্যা ছুঁতে পেরেছি। এছাড়া আমাদের ভোট শতাংশও বৃদ্ধি পেয়েছে।

publive-image

এটাই প্রমাণ করে যে মানুষ বিজেপির প্রতি আরও আস্থাশীল হচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির প্রতি ভরসা রাখছে। বুথ ফেরত সমীক্ষা যারা করে তারা এটার আভাস পেয়েছিল। সো-কল্ড ইন্ডি জোটের শরিকরা, পশ্চিমবঙ্গে আলাদা আলাদা করে লড়ে তৃণমূল বিরোধী ভোট কাটাকাটি করেছে।

publive-image

যার জন্য বিভিন্ন আসনে আমরা অল্প মার্জিনে হেরে গেছি। দমদম, মেদিনীপুর, আরামবাগ এই আসনগুলোতে এমনটাই হয়েছে। লোকসভা নির্বাচনে ৩৯ শতাংশ ভোট ভারতীয় জনতা পার্টি পেয়েছে। এই পরিমাণ ভোটকে কখনোই অগ্রাহ্য করা যায়না।"

Add 1