২০২১ সালের পর এই প্রথম কেশপুরে BJP-র জনসভা, তার আগেও জটিলতা

২০২১ সালে বিধানসভা নির্বাচনের (Election) ফলাফল বেরোনোর পর লাগামহীন সন্ত্রাস চলে কেশপুরে (Keshpur)। বিজেপি (BJP) করার অপরাধে বাড়ি ছাড়া হতে হয় কয়েকশো কর্মীকে।

author-image
Pritam Santra
New Update
BJP

নিজস্ব প্রতিনিধিঃ ২০২১ সালে বিধানসভা নির্বাচনের (Election) ফলাফল বেরোনোর পর লাগামহীন সন্ত্রাস চলে কেশপুরে (Keshpur)। বিজেপি (BJP) করার অপরাধে বাড়ি ছাড়া হতে হয় কয়েকশো কর্মীকে। তারপর থেকে এলাকায় বিরোধী শূন্য রাজনীতি চালায় শাসক দল তৃণমূল কংগ্রেস, অভিযোগ এমনটাই। ২০২১ সালের পর এই প্রথম কেশপুরের বুকে বিজেপির জনসভা। শুভেন্দু অধিকারীর পর এবার সুকান্ত মজুমদারের সভাকে ঘিরেও দেখা দেয় জটিলতা। গ্রামবাসীরা মাঠে সভা করার লিখিত অনুমতি দিলেও, পরে পুলিশের চাপে তা মৌখিকভাবে বাতিল করার কথা বলা হয় বলে খবর। তবে বিজেপি কেশপুর দক্ষিণ মণ্ডলের সভাপতি শুভেন্দু সামন্ত জানিয়েছেন, "আমাদের গ্রামবাসীরা লিখিত অনুমতি দিয়েছিলেন মাঠে সভা করার ব্যাপারে। পরে পুলিশ প্রশাসনের চাপে তারা না বলছেন। তবে আমরা এখনো কোনও বাতিলের চিঠি পাইনি।" বিকেল তিনটের সময় বিশ্বনাথপুর মাঠে বিজেপির জনসভা হবে। পাশাপাশি প্রচুর লোক সভায় আসবেন বলে তিনি আশাবাদী।