Water Crisis : গরমে জলের সংকট, মাটির কলসি ফাটিয়ে তুমুল বিক্ষোভ

তীব্র গরমে ওষ্ঠাগত প্রাণ। এরই মধ্যে রয়েছে জলের সংকটের (Water Crisis) অভিযোগ। জলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করল বিজেপি (BJP)।

author-image
Pritam Santra
New Update
bjp

নিজস্ব সংবাদদাতা: তীব্র গরমে ওষ্ঠাগত প্রাণ। এরই মধ্যে রয়েছে জলের সংকটের (Water Crisis) অভিযোগ। জলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করল বিজেপি (BJP)। ইংরেজ বাজারে (English Bazaar) হয়েছে বিক্ষোভ প্রদর্শন। কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতে রাস্তার ওপর মাটির কলসি ফাটিয়ে বিক্ষোভ দেখিয়েছেন মহিলারা। সাগরদিঘি (Sagardighi) সহ একাধিক এলাকায় জল প্রকল্প অনিয়মিত বলে অভিযোগ রয়েছে।