মুখ্যমন্ত্রীর ড্রয়িংরুমে একজন মহিলার সঙ্গে দুর্ব্যবহার

বিরোধীদের তীব্র আক্রমণ করলেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা।

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
jpg

নিজস্ব সংবাদদাতা: বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা বলেছেন, "এই মুখ্যমন্ত্রী, অরবিন্দ কেজরিওয়াল, নির্ভয়া কাণ্ডের প্রতিবাদে চকে বিক্ষোভে বসতেন। আজ মুখ্যমন্ত্রীর ড্রয়িংরুমে একজন মহিলার সঙ্গে দুর্ব্যবহার করা হয়।

jpnaddaa.jpg

এমন লোক, এমন ভণ্ডদের সঙ্গে কী হওয়া উচিত? এই দুর্নীতিগ্রস্ত এবং রাজবংশীয়দের ক্ষমতায় আসার অনুমতি কী দেওয়া উচিত?

jp nadda december.jpg

তারা আপনাদের জন্য কিছু করবে না। এই কয়েকদিন রাহুল গান্ধী তার সঙ্গে সংবিধান নিয়ে ঘুরছেন। তিনি একবারও সেটা খুলে পড়েছেন বলে আমার মনে হয়না।"

Add 1