প্রধানমন্ত্রী মোদি ১০ বছরে রাজনীতির সংজ্ঞা বদলে দিয়েছেন!

মুসৌরিতে এক জনসভায় ভাষণ দিচ্ছেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা।

author-image
Shroddha Bhattacharyya
New Update
jp naddar1.jpg

নিজস্ব সংবাদদাতা: মুসৌরিতে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে, বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা বলেছেন, "এটা আমাদের সৌভাগ্য যে আমরা এই সময়ের সাক্ষী হচ্ছি যখন আমরা প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে 'বিকশিত ভারত'-এর রেজোলিউশন নিয়ে এগিয়ে যাচ্ছি৷ ১০ বছর আগে সাধারণ মানুষ বলত যে রাজনীতিতে কিছুই বদলাবে না।

jpnaddasd1.jpg

প্রধানমন্ত্রী মোদি ১০ বছরে রাজনীতির সংজ্ঞা, সংস্কৃতি বদলে দিয়েছেন।

jp nadda december.jpg

তিনি রাজনীতির মাধ্যমে পরিবর্তন আনার রেজোলিউশন বদলে দিয়েছেন।"

Add 1