/anm-bengali/media/media_files/SFkwEuGFFTDVnTIMSxWv.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক তরুণ চুগ বলেছেন, "আমি জম্মু ও কাশ্মীরের লক্ষ লক্ষ মানুষকে ধন্যবাদ জানাই যারা বয়কটের রাজনীতি ছেড়ে দিয়েছেন এবং ভোটকে মেনে নিয়েছেন এবং প্রধানমন্ত্রী মোদীর উন্নয়ন ও বিশ্বাসের রাজনীতিতে ছাপ রেখেছেন। জম্মু-কাশ্মীরের মানুষ প্রধানমন্ত্রী মোদীকে আশীর্বাদ করেছেন। তারা বিজেপিকে ন্যাশনাল কনফারেন্সের চেয়ে ১,২৬,০০০ ভোট বেশি দিয়েছে এবং কংগ্রেস বিজেপির অর্ধেক ভোটও পায়নি। আমরা ২৯টি আসন পেয়েছি, যা ঐতিহাসিক। বিজেপি জাতীয় স্বার্থে প্রতিশ্রুতিবদ্ধ এবং জম্মু ও কাশ্মীরে তাদের পক্ষে দাঁড়ানো অব্যাহত থাকবে।"
#WATCH | Delhi | BJP's National General Secretary Tarun Chugh says, "I thank the lakhs of people of J&K who have given up the politics of boycott and accepted polling and have put a stamp on PM Modi's politics of development and trust. The people of J&K have blessed PM Modi. They… pic.twitter.com/td59yrLuRq
— ANI (@ANI) October 9, 2024
প্রসঙ্গত, ২০২৪ সালের জম্মু ও কাশ্মীরের ভোটের ফল পর্যালোচনা করার আগে ২০১৪ সালের ভোটের ফল দেখে নেওয়া যাক। ২০২৪-র বিধানসভা ভোটের আগে জম্মু ও কাশ্মীরে শেষবার বিধানসভা ভোট হয়েছিল ২০১৪ সালে। সেই নির্বাচনে দুটি দলের আসন সংখ্যা বৃদ্ধি নজর টেনেছিল। তার মধ্যে একটি দল পিডিপি। আর দ্বিতীয় দলটি বিজেপি। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদে প্রথমবার শপথ নেওয়ার কয়েকমাস পর ২০১৪ সালের নভেম্বর-ডিসেম্বরে জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন হয়। সেই নির্বাচনে মুফতি মহম্মদ সইদের পিডিপি পেয়েছিল ২৮টি আসন। ২০০৮ সালের আসনসংখ্যার চেয়ে ৭টি আসন বাড়ে তাদের। তবে সবচেয়ে বড় চমক দেয় বিজেপি। ২০১৪ সালে তারা ২৫টি আসন জেতে। যেখানে ২০০৮ সালে তারা পেয়েছিল ১১টি আসন। অর্থাৎ ১৪টি আসন বাড়ে বিজেপির।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us