বিজেপি বিধায়িকাকে বলপূর্বক আটক পুলিশের, ধুন্ধুমার শিলিগুড়ি

সেই সময়ই ধস্তাধস্তি বাঁধে পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে।

New Update
WhatsApp Image 2024-04-19 at 15.09.40.jpeg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ভোটের ৮ ঘন্টা পার। অথচ এতোটা সময় পেরিয়ে গেলেও অশান্তির বাতাবরণ একটুও কমেনি। এমনকি কোচবিহারের অশান্তির আঁচ যেন এবার পাশের জেলা জলপাইগুড়িকেও গ্রাস করে নিল।

WhatsApp Image 2024-04-19 at 15.08.24 (2).jpeg

ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়িকা শিখা চট্টোপাধ্যায় ৩০১ নম্বর বুথে যখন প্রবেশ করতে যান, তখন পুলিশ এবং তৃণমূলের কর্মীরা তাকে বাধা দেন বলে অভিযোগ। পুলিশের তরফে জানানো হয়, শিখা দেবীকে তখন বাধা দেওয়া হয়েছিল, যখন তিনি বুথের ২০০ মিটারের মধ্যে ঢুকতে যান সেই সময়। তারপরেই শিখা চট্র্যোপাধ্যায় বুথের সামনে অবস্থানে বসে পড়লে পুলিশ তাঁকে আটক করতে যায়। আর সেই সময়ই ধস্তাধস্তি বাঁধে পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে। এরপর পুলিশ তার গাড়িকে বলপূর্বক আটক করে। তখন বাকি বিজেপি কর্মীরা জোর করে বিধায়িকার গাড়িকে এলাকা থেকে তাড়িয়ে নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় ক্ষুব্ধ বিধায়িকা। অন্যদিকে এই ঘটনার অ্যাকসন টেকেন রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন।

WhatsApp Image 2024-04-19 at 15.08.24.jpeg

Add 1