মিলবে না টাকা, মনরেগা নিয়ে অবস্থান স্পষ্ট করল বিজেপি

এবার ওড়িশাতে গিয়েও একই কথা স্পষ্ট করলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।

New Update
Screenshot 2023-10-03 110214.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: এর আগে বহুবারই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে কেন্দ্র। কেন রাজ্য প্রাপ্য টাকা পাচ্ছে না, তার ব্যাখ্যা দিয়েছে কেন্দ্র। এমনকি গতকাল রাজঘাটে তৃণমূলের ধর্না কর্মসূচীকে বুড়ো আঙুল দেখিয়ে তাঁদের ভুল ধরিয়েছেন সুকান্ত-শুভেন্দুরা। আর এবার ওড়িশাতে গিয়েও সেই কথায় স্পষ্ট করলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।

দলীয় কর্মসূচীতে যোগ দিতে আজ ওড়িশা গিয়েছেন অনুরাগ ঠাকুর। কিন্তু সেখানে গিয়েও তৃণমূলের দিল্লি চলো অভিযান প্রসঙ্গ তুলে ধরেন অনুরাগ। স্পষ্ট ব্যাখ্যা দিয়ে তিনি বোঝান, কেন কেন্দ্র পশ্চিমবঙ্গের ১০০ দিনের কাজের টাকা, মনরেগা প্রকল্পের অর্থ আটকে রেখেছে।

তাঁর কথা অনুযায়ী, “রাজ্যের নিজের দোষের জন্যেই এই টাকা পায়নি। সঠিক তথ্য দেয়নি রাজ্য। মনরেগা প্রকল্পেও দুর্নীতি করেছে তৃণমূল সরকার। কেন্দ্র তা বুঝতে পেরেই টাকা আটকে রেখেছে। যতদিন না রাজ্য সেই দুর্নীতি মুছে ফেলতে পারে ততোদিন কেন্দ্র প্রাপ্য অর্থ দেবে না”। অনুরাগ ঠাকুরের কথা অনুযায়ী, রাজ্যের জন্যেই রাজ্যের মানুষরা তাঁদের প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত হচ্ছেন। কেন্দ্রের খারাপ লাগলেও তারা তা করতে পারছেন না।