Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
নিজস্ব সংবাদদাতা: আজ ২১শে জুলাই। বাঁকুড়ার রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়েছিল যে এবার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ যোগ দেবেন তৃণমূলে।
/anm-bengali/media/media_files/bhUAOo1dTGE5fb22dj37.jpg)
কিন্তু সেই গুঞ্জনকে মিথ্যে করে দিয়ে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে সৌমিত্র সাফ জানান যে, তিনি বিজেপিতে ছিলেন এবং বিজেপিতেই থাকবেন। নির্বাচনে জয়লাভ করার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর প্রশংসা শোনা গিয়েছিল তার গলায়।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2024/04/Soumitra-Khan-.jpg)
এছাড়াও একাধিকবার নিজের দলের নেতৃত্বের বিরুদ্ধেই মুখ খুলেছিলেন তিনি। সেই জন্য তাকে নিয়ে জল্পনার সৃষ্টি হয়। এসব কারণেই বিজেপি সাংসদ নিজেই জানান তিনি বিজেপিতে ছিলেন এবং বিজেপিতেই থাকবেন।
/anm-bengali/media/post_attachments/a1c86cb32e8a1a8f14254e3ed09d16f75ee223696be6b9e39fa653dc6456d2aa.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us