বাংলার মত অপদার্থ পুলিশ নয়

এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, বিহারে সিবিআই অফিসারদের আক্রান্ত হবার ঘটনা সম্পর্কে মন্তব্য করলেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ।

author-image
Shroddha Bhattacharyya
New Update

নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, বিহারে সিবিআই অফিসারদের আক্রান্ত হবার ঘটনা সম্পর্কে, বিজেপি নেত্রী কেয়া ঘোষ বলেছেন, "এই যে প্যাটার্নটা ভীষণ বিপজ্জনক, লজ্জাজনক, দুর্ভাগ্যজনক। এই প্যাটার্নটা তো দেখলাম পশ্চিমবঙ্গে শুরু হয়েছে।

publive-image

একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন কেন্দ্রীয় এজেন্সিকে দেখলে আপনারা বাড়ির মেয়েরা হাতা, খুন্তি নিয়ে বেরিয়ে পড়ুন। এই কথা তো সবার কাছে পৌঁছেছে। যারা দুর্বৃত্ত, দুর্নীতিগ্রস্ত তাদের অত্যন্ত মনে ধরেছে কথাগুলো।

publive-image

এটা তো সন্দেশখালি প্যাটার্ন। এটা তো শাহজাহান প্যাটার্ন। শাহজাহানের যিনি জনক তাকে দায় নিতে হবে এই ঘটনার। ওখানে তো আর বাংলার মত অপদার্থ পুলিশ নয়। বিহারের পুলিশ এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবে এবং খুব দ্রুত দোষীদের গ্রেপ্তার করা হবে। কিন্তু বিষয়টা ভীষণ দুর্ভাগ্যজনক এবং এই ট্রেন্ডটা ভীষণ বিপজ্জনক।"

Adddd