বিজেপি নিরুপায়...

এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, বিজেপির জেলা সভাপতি দেবদাস মন্ডলের বিবৃতি সম্পর্কে মন্তব্য করলেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ।

author-image
Shroddha Bhattacharyya
New Update

নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, বিজেপির জেলা সভাপতি দেবদাস মন্ডলের বিবৃতি সম্পর্কে, বিজেপি নেত্রী কেয়া ঘোষ বলেছেন, "ভারতীয় জনতা পার্টি কোনওরকম হিংসায় বিশ্বাস করে না। দেবদাস বাবু দেখেছেন কীভাবে পশ্চিমবঙ্গে বিরোধীদের ওপর, বিজেপির ওপর অত্যাচার করা হয়েছে। আমাদের কর্মীদের প্রাণ নেওয়া হয়েছে।

publive-image

পশ্চিমবঙ্গে তো ভোট লুঠ একটা স্বাভাবিক চিত্র হয়ে গেছে। উনি বোধহয় এই ভোট লুঠকে প্রতিরোধ করার বার্তাই দিতে চেয়েছেন। নিশ্চয়ই দল এই ভাষার সঙ্গে সহমত প্রকাশ করে না। এক, ভোট লুঠ করতে এলে তার প্রতিরোধও করতে হবে।

publive-image

দ্বিতীয়ত, রাজ্যের মন্ত্রী উদয়ন গুহকে, সাংসদ সৌগতবাবুকে তাদের মন্তব্যের বিষয়েও জিজ্ঞাসা করা হোক। বিজেপি বললেই সেটা দোষ। বিজেপি নিরুপায় হয়ে, ভোট লুঠের প্রতিবাদ করার জন্য বলছে। আবারও বলছি দল এই ভাষার সঙ্গে সহমত হয়। পঞ্চায়েত ভোটে আমরা ব্যালট চিবিয়ে ফেলতে দেখেছি। ভোট লুঠ নিয়ে আমাদের সবার সতর্ক হওয়া দরকার।"

Adddd