হিন্দু প্রধান পশ্চিম বাংলা আলাদা হয়ে...

এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, আজ ড: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে মন্তব্য করলেন বিজেপি নেতা তথাগত রায়। 

author-image
Shroddha Bhattacharyya
New Update
tathagataaagh.jpg

নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, আজ ড: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে, বিজেপি নেতা তথাগত রায় বলেছেন, "আজ ড: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে আমরা তাকে স্মরণ করি কারণ, তিনি ছিলেন বলেই পুরো বাংলাটাকে পাকিস্তানের অন্তর্গত করতে পারেননি মোঃ জিন্না এবং তার অনুচররা।

x tathagata roy sad face

হিন্দু প্রধান পশ্চিম বাংলা আলাদা হয়ে ভারতের সঙ্গে সংযুক্ত হয়েছিল। আমরা যে হিন্দু বাঙালিরা পশ্চিমবঙ্গে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি এটা তারই অবদান।

tathagata roy11 .jpg

এই কথাটা ভুলিয়ে দেওয়ার প্রাণপণ চেষ্টা করা হয়েছে কংগ্রেসের তরফ থেকে, কমিউনিস্টদের তরফ থেকে, মুসলিম লিগের তরফ থেকে। এই কথাটা আমরা যেন ভুলে না যাই। তার জন্মবার্ষিকীতে এটাই আমার তার প্রতি শ্রদ্ধার প্রকাশ।"


Adddd