Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/lWTmvUkcKEoopwDwA7LR.jpg)
নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, আরজি কর কলেজে ভাঙচুরের ঘটনা সম্পর্কে বিজেপি নেতা তথাগত রায় বলেছেন, "আজ একটি বহুল প্রচারিত সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে যে পুলিশের পাবলিশ করা ফুটেজ অনুযায়ী বেলগাছিয়া মেট্রো স্টেশন সংলগ্ন বস্তি থেকে মহম্মদ জব্বর ও মহম্মদ সরফরাজ নামে দুই ব্যক্তির খোঁজ পাওয়া গেছে।
/anm-bengali/media/media_files/xTZdoWzjsnfgamzBDvw4.jpg)
পৃথিবীর সকলে বিশ্বাস করে যে এই দুইজন তৃণমূল ছাড়া অন্য কোনও দল করতেই পারে না। সরফরাজের মা জানিয়েছেন যে পুলিশ এসে কথা বলে চলে গেল।
/anm-bengali/media/media_files/NmhFwQ58BGLuboYBfoze.png)
পুলিশ যদি চাইতো তবে তাদেরকে ধরতেই পারতো। তাই এটা দিনের আলোর মতো পরিষ্কার যে এই কাজ কারা করিয়েছে এবং কেন করিয়েছে? এই কাজটা করিয়েছে তৃণমূল এবং করেছে বেলগাছিয়া বস্তির মুসলমান যুবকরা। এর উদ্দেশ্য স্পষ্টতই প্রমাণ লোপাট করা।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us