New Update
/anm-bengali/media/media_files/kvEtEidLBnbh2Z48PgEP.jpg)
নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, আরজি কর মেডিকেল কলেজের ঘটনা সম্পর্কে, বিজেপি নেতা তথাগত রায় বলেছেন, "ঘটনাটা ঘৃণ্য সেটা বলার অপেক্ষা রাখে না। রাজ্যের মধ্যে একটা আইনশৃঙ্খলার অভাব কায়েম হয়ে গেছে।
/anm-bengali/media/media_files/lWTmvUkcKEoopwDwA7LR.jpg)
কেউ পুলিশকেও ভয় পায় না এবং আইন-শৃঙ্খলার ক্ষেত্রেও কোনও বাধ্যবাধকতা দেখা যায় না। যে যেখানে পাচ্ছে চুরি করছে, ডাকাতি করছে, খুন করছে, ধর্ষণ করছে।
/anm-bengali/media/media_files/NmhFwQ58BGLuboYBfoze.png)
এটা তারই প্রকাশ। একটা হাসপাতালের ভেতর ঢুকে একজন মেডিকেল কলেজের ছাত্রীকে মেরে ফেলা সহজ কাজ নয়। দেশে আইন-কানুনের অবস্থা এরকম বলেই এই কাজ করা সম্ভব হয়েছে।"
/anm-bengali/media/post_attachments/0a3566d361109be7ca3dc8d0bb43bb39e5854fb673a02f92b2997e1f6e4f7731.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us