যে যেখানে পাচ্ছে চুরি করছে, ডাকাতি করছে, খুন করছে, ধর্ষণ করছে

এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, আরজি কর মেডিকেল কলেজের ঘটনা সম্পর্কে মন্তব্য করলেন বিজেপি নেতা তথাগত রায়।

author-image
Shroddha Bhattacharyya
New Update
tathagataaagh.jpg

নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, আরজি কর মেডিকেল কলেজের ঘটনা সম্পর্কে, বিজেপি নেতা তথাগত রায় বলেছেন, "ঘটনাটা ঘৃণ্য সেটা বলার অপেক্ষা রাখে না। রাজ্যের মধ্যে একটা আইনশৃঙ্খলার অভাব কায়েম হয়ে গেছে।

d

কেউ পুলিশকেও ভয় পায় না এবং আইন-শৃঙ্খলার ক্ষেত্রেও কোনও বাধ্যবাধকতা দেখা যায় না। যে যেখানে পাচ্ছে চুরি করছে, ডাকাতি করছে, খুন করছে, ধর্ষণ করছে।

x tathagata roy sad face

এটা তারই প্রকাশ। একটা হাসপাতালের ভেতর ঢুকে একজন মেডিকেল কলেজের ছাত্রীকে মেরে ফেলা সহজ কাজ নয়। দেশে আইন-কানুনের অবস্থা এরকম বলেই এই কাজ করা সম্ভব হয়েছে।"


Adddd