New Update
/anm-bengali/media/media_files/xTZdoWzjsnfgamzBDvw4.jpg)
নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, মোদী ৩. ০-এর মন্ত্রীসভাকে নিয়ে বিরোধীদের কটাক্ষ সম্পর্কে, বিজেপি নেতা তথাগত রায় বলেছেন, "এই বিষয়টা পুরোটাই প্রধানমন্ত্রীর হাতে থাকে। প্রধানমন্ত্রী সবদিক বিচার-বিবেচনা করে, জোট শরিকদের স্বার্থ বিবেচনা করে, ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যের স্বার্থ বিবেচনা করার পর মন্ত্রীসভার দায়িত্বে কাকে রাখা হবে তা ঠিক করেন।
/anm-bengali/media/media_files/MNxNTZY1cysrqiEIyXoG.jpg)
যদি তাতে পশ্চিমবঙ্গের দুজন বিজেপি নেতাকে প্রতিমন্ত্রী করা হয়, তাতে পশ্চিমবঙ্গের কোনও ক্ষতি নেই। উল্টে লাভ আছে।
/anm-bengali/media/media_files/kW7Xzqab0D8VYPxcMLFC.jpg)
প্রতিমন্ত্রীরা যে কাজ করতে পারে না এটা সম্পূর্ণ ভুল ধারণা। প্রতিমন্ত্রীরা নিজের ইচ্ছে অনুযায়ী কাজ করতে পারে। পূর্ণ মন্ত্রীরা চাইলে তাদের কাজের দায়িত্বভার প্রতিমন্ত্রীদেরকে দিতে পারে। এগুলো একদম বাজে কথা, অর্থহীন কথা। কিছু একটা বলতে হবে, তাই বিরোধীরা এই সব কথা বলছে।"
/anm-bengali/media/post_attachments/ee7322e2b96da69d0b3d2fd4426f4f0c8f10e84ba8c68de7bfaabd83966a4a27.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us