/anm-bengali/media/media_files/kvEtEidLBnbh2Z48PgEP.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: বিপ্লবী ক্ষুদিরাম বসুর প্রয়াণ দিবসে বিজেপি নেতা তথাগত রায় সমাজমাধ্যমে পোস্ট করে লিখেছেন, "-“এখন ভোর চারটে। আর কিছুক্ষণ পরেই আপনার ফাঁসি হবে। ভয় করছে না”?
- “আমি গীতা পড়েছি। তাই মৃত্যুকে আমি ভয় করি না”।
১৯০৮, ১১ আগষ্ট।
আজ বিপ্লবী ক্ষুদিরাম বসুর বলিদান দিবস।
/anm-bengali/media/post_attachments/09df1461-cd6.jpg)
হিন্দুশাস্ত্রের যে মহাসমুদ্র তার মধ্যে তিনটি গ্রন্থকে বলা হয় ‘প্রস্থানত্রয়’।
উপনিষদ, গীতা ও ব্রহ্মসূত্র। এর মধ্যে উপনিষদ এত বিরাট, আর ব্রহ্মসূত্র এমন সংক্ষিপ্ত ও শিলীভূত যে আমাদের মত সাধারণ মানুষের আয়ত্ত্বের বাইরে। আমাদের আয়ত্ত্বের মধ্যে শুধু গীতা। তার নির্যাস রয়েছে দ্বিতীয় অধ্যায়, সাংখ্যযোগে।
/anm-bengali/media/media_files/lWTmvUkcKEoopwDwA7LR.jpg)
কি একখানা বই, যা মানুষকে মৃত্যুভয় ভুলিয়ে দিতে পারে !"
-“এখন ভোর চারটে। আর কিছুক্ষণ পরেই আপনার ফাঁসি হবে। ভয় করছে না”?
— Tathagata Roy (@tathagata2) August 11, 2024
- “আমি গীতা পড়েছি। তাই মৃত্যুকে আমি ভয় করি না”।
১৯০৮, ১১ আগষ্ট।
আজ বিপ্লবী ক্ষুদিরাম বসুর বলিদান দিবস।
হিন্দুশাস্ত্রের যে মহাসমুদ্র তার মধ্যে তিনটি গ্রন্থকে বলা হয় ‘প্রস্থানত্রয়’।
উপনিষদ, গীতা ও ব্রহ্মসূত্র।…
/anm-bengali/media/post_attachments/464af9231a190967c5c4c323d4e545d5045fca8222df8176688bd9a16b41d77e.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us