/anm-bengali/media/media_files/tamasha1.jpg)
নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, বিহারে সিবিআই অফিসারদের আক্রান্ত হবার ঘটনা সম্পর্কে, বিজেপি নেত্রী তমসা চট্টোপাধ্যায় বলেছেন, "গত শনিবার ইউজিসি নেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের তদন্ত করতে গিয়ে, মোবাইলের টাওয়ার লোকেশন চিহ্নিত করে, বিহারের নওয়াডা জেলার রাজৌলি এলাকায় গিয়ে পৌঁছান সিবিআই-এর তদন্তকারী অফিসাররা। সেখানে বিহারের গ্রামবাসীরা অফিসারদের গাড়ি ঘিরে ধরে।
/anm-bengali/media/media_files/tamasha5.jpg)
বিহারের একজন পুলিশ কনস্টেবল সহ, চারজন সিবিআই অফিসারদেরকে হেনস্থা করতে থাকে অপরাধীরা। এই ধরণের ঘটনা অতি-তৎপরতার সঙ্গে মোকাবিলা করা প্রয়োজন। আর এক্ষেত্রে, বিহার পুলিশের প্রশংসা করা উচিত। কারণ তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছে। ঘটনার খবর পেয়েই রাজৌলি থানার আইসি রাজিব কুমার ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন। তারপর, এর সঙ্গে যুক্ত ১ জন মহিলা সহ ৮ জনকে গ্রেফতার করে তৎক্ষণাৎ থানায় নিয়ে যান। আমার কাছে খবর আছে, ১৫০-২০০ জনের নামে এফআইআরও করা হয়েছে। দোষীরা শাস্তি পাবে এটা আমার বিশ্বাস।
/anm-bengali/media/media_files/tamasha3.jpg)
আমি মনে করি এর জন্য দায়ী ব্রিটিশ আমল থেকে চলতে থাকা ভারতবর্ষের আইন ব্যবস্থা। যেখানে এই ধরণের সংঘবদ্ধ অপরাধকে খাটো করে দেখানো হয়। যার ফলে আইনের আড়ালে, আইন ভাঙে অপরাধীরা। কিন্তু মোদী সরকারের প্রচেষ্টায় ভারতবর্ষে লাগু হতে চলা নব প্রণীত ভারতীয় ন্যায়সংহিতায় এই সকল দোষীরা শাস্তি পাবেই, পালানোর কোনও রাস্তা নেই।"
/anm-bengali/media/post_attachments/c302adf6fdd9963ea868302e9e1aefa4a7ce5c6b13853b7139b2cddebd9a7f03.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us