গণতন্ত্রকে গলা টিপে হত্যা, স্বৈরাচারীতন্ত্রের শিকার

এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, সংবিধান হত্যা দিবস সম্পর্কে মন্তব্য করলেন বিজেপি নেত্রী তমসা চট্টোপাধ্যায়।

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update

নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, সংবিধান হত্যা দিবস সম্পর্কে, বিজেপি নেত্রী তমসা চট্টোপাধ্যায় বলেছেন, "১৯৭৫ সালের ১৫ জুন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শুধুমাত্র নিজের দোদুল্যমান প্রধানমন্ত্রীর আসনটা টিকিয়ে রাখতে ভারতবর্ষের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিলেন। একদিকে তার গান্ধী পরিবারের দম্ভ, অপরদিকে ক্ষমতার লালসায় বশবর্তী হয়ে রাতারাতি দেশজুড়ে জরুরি অবস্থা জারি করে তিনি বুঝিয়ে দিয়েছিলেন স্বৈরাচারী মানসিকতা কাকে বলে। বিনা অপরাধে সেই সময় জেলে গিয়েছিলেন লাখ লাখ মানুষ। ভারতের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করতেও তিনি ও তার কংগ্রেস দল দ্বিধাবোধ করেননি। ভারতবর্ষের সকল রাজনৈতিক দলের কর্মী এবং নেতা-নেত্রীদের নির্দ্বিধায় জেলে ভরা হয়।

publive-image

বাদ যায়নি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংগঠনের মতো সামাজিক সংগঠনও। এমনকি সংবিধানের মূল প্রস্তাবনায় ৪২ তম সংশোধনীর মাধ্যমে তিনটে নতুন শব্দ সমাজতান্ত্রিক, ধর্ম নিরপেক্ষ এবং অখণ্ডতাকে যুক্ত করা হয়েছিল এই ইমার্জেন্সিকে হাতিয়ার করে। ৪২ তম সংশোধনীর মাধ্যমে সংবিধানকে বিবৃত করতে পিছপা হয়নি কংগ্রেস। যার ফল আজও ভুগতে হচ্ছে রাষ্ট্রবাদী ভারতীয়দের। কেন্দ্রীয় সরকার তাই সিদ্ধান্ত নিয়েছে প্রতিবছর ২৫ জুন, এই তারিখটাকে সংবিধান হত্যা দিবস বলে পালন করবে।

publive-image

১৯৭৫ সালের জরুরি অবস্থার সময় যারা অমানবিক বেদনা সহ্য করেছিলেন, তাদের প্রতি সম্মান জানাতেই এই দিনটার ঘোষণা। সেদিন কংগ্রেসের স্বৈরাচারতন্ত্রের শিকার এই রাজনৈতিক দলগুলি একসঙ্গে ১৯৭৭ সালে জরুরি অবস্থার সময় তৈরি করে জনতা পার্টি। কংগ্রেস বিরোধী বহু দল একসঙ্গে মিলে তৈরি হয়েছিল এই দলটা। সেই দলের এখন বহু শাখাই কংগ্রেসের সঙ্গে এসে মিলেছে এবং তৈরি হয়েছে বিরোধী জোট ইন্ডিয়া। এই দলগুলি রাজনৈতিক স্বার্থে তাদের অতীত এবং কংগ্রেসের অমানবিক অত্যাচার ভুলে যেতে পারে। কিন্তু এই নির্মম অত্যাচারের ফলে ১৯৮০ সালে জন্ম নেয় ভারতীয় জনতা পার্টি। আমরা তাই এই ইতিহাস ভুলি না এবং ভুলে যাওয়া ভারতীয় জনতা পার্টির সংস্কৃতির পরিপন্থী। তাই এই দিনটা পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"


Adddd