Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/tamasha5.jpg)
নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, বাগদা বিধানসভার বিজেপি প্রার্থীকে ঘিরে বিতর্কের বিষয় সম্পর্কে, বিজেপি নেত্রী তমসা চট্টোপাধ্যায় বলেছেন, "বাঙালি বিক্ষোভ করবেনা, বিদ্রোহ করবেনা তাহলে তো বাঙালি সত্ত্বাই হারিয়ে যাবে। ভারতীয় জনতা পার্টি হলো এ পার্টি উইথ ডিফারেন্স। আমাদের দল দলীয় গণতন্ত্রে বিশ্বাসী। এখানে পক্ষও আছে এবং বিপক্ষও আছে।
/anm-bengali/media/media_files/tamasha1.jpg)
দিনের শেষে এটা সকলকে মাথায় রাখতে হবে, এখানে মনান্তর নেই, মতান্তর আছে। দলের সাধারণ কর্মীরা ভীষণ আবেগপ্রবণ। আর এটা ভীষণ স্বাভাবিক। কিন্তু এটাও বাস্তব যে, সংগঠনকে চালাতে হলে মন এবং মস্তিষ্ক দুটোরই প্রয়োজন আছে। তাই মনকে বুঝিয়ে শেষ কথা মস্তিষ্ক বলবে।
/anm-bengali/media/media_files/tamasha2.jpg)
চিন্তা নেই, বাগদায় বিজেপি বিপুল ভোটে জয়লাভ করবে।"
/anm-bengali/media/post_attachments/ee65945352a701bfe929679e952cb1314b77aca5d32ed90f8f5a20802cdcf69e.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us