/anm-bengali/media/media_files/tamasha1.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে অখিল গিরির বিষয় সম্পর্কে বিজেপি নেত্রী তমসা চট্টোপাধ্যায় বলেছেন, "আসলে তৃণমূল মানেই অসভ্যতার আঁতুড় ঘর, দুর্নীতির গোয়ালঘর।
/anm-bengali/media/media_files/tamasha33.jpg)
যে দলের সুপ্রিমো ও তার উত্তরসূরি প্রত্যেকে ডাকাত তবে অখিল গিরি সেখানে ছিঁচকে মাত্র। বনদপ্তরের জায়গা ফাঁকা করতে গেলে অখিল গিরি এবং তার সহকর্মীরা যেভাবে সেই মহিলা বন ও আধিকারিককে কুকথা বলেন সেটা নক্কারজনক। বিশ্বাস করুন, এদের দেখলে মনে হয় এদের বাড়িতে বসবাসকারী মহিলা সদস্যদের জীবনটা কতটা ভয়ংকর।
/anm-bengali/media/media_files/svrFrNQCNfcAtIVIjqIO.jpg)
হিন্দু ধর্মে নারীকে মা রূপে পূজা করা হয়, আর পশ্চিমবঙ্গের এক মহিলা মুখ্যমন্ত্রীর শাসনকালেই তাদের সব থেকে বেশি নিপীড়িত এবং নির্যাতিত হতে হচ্ছে। এই সেই অখিল গিরি যিনি দেশের আদিবাসী সম্প্রদায়ের প্রথম মহিলা রাষ্ট্রপতিকে তার রূপ নিয়ে কুকথা বলেছিলেন।
/anm-bengali/media/media_files/tamasha5.jpg)
আসলে এটাই তৃণমূল। জনগণের রোষের মুখে পড়ে এই বিষয় নিয়ে এখন তৃণমূল কিছু নীতি কথা বলবে। কঠিন পদক্ষেপের বুলি আওড়াবে তারপর যে কে সেই। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় সভ্য লোকেদেরকে নিয়ে থাকতে পারেনা। ওনার সভ্যলোকে অ্যালাৰ্জি আছে।"
/anm-bengali/media/post_attachments/ce611fe96a6af3b545ed754107ff12efc009d22901a7174e8745b37cc1f9fdd2.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us