বিদায় বেলায় শেষ বাড়াবাড়ি করছে তৃণমূল!

এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, উপনির্বাচনের আবহে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সম্পর্কে মন্তব্য করলেন বিজেপি নেত্রী তমসা চট্টোপাধ্যায়। 

author-image
Shroddha Bhattacharyya
New Update

নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, উপনির্বাচনের আবহে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সম্পর্কে, বিজেপি নেত্রী তমসা চট্টোপাধ্যায় বলেছেন, "তৃণমূলের কাউন্সিলররা চুরি, জোচ্চুরি, রেশনের চালের কালোবাজারি, চাকরি বিক্রি, সিন্ডিকেট করবে না তা কখনও হয়?

publive-image

আর যেখানেই দুর্নীতি সেখানেই স্বার্থ। স্বার্থসিদ্ধি না হলেই মারামারি, লাঠালাঠি হয়। তৃণমূলের থেকে এর চাইতে বেশিকিছু আশা করে না বাংলার মানুষ।

publive-image

মানুষ গঙ্গার ঘাট পরিষ্কার করছে, এই দলটাকে বিসর্জন দেবার জন্য। কথায় আছে 'পিপীলিকা পাখা মেলে মরিবার তরে'। এরাও বিদায় বেলায় শেষ বাড়াবাড়িটা করছে।"

Adddd