এগিয়ে ভাইপো, পিছিয়ে বাংলা!

এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, রাজ্যের ভোট পরবর্তী সন্ত্রাস সম্পর্কে মন্তব্য করলেন বিজেপি নেত্রী তমসা চট্টোপাধ্যায়।

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update

নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, রাজ্যের ভোট পরবর্তী সন্ত্রাস সম্পর্কে, বিজেপি নেত্রী তমসা চট্টোপাধ্যায় বলেছেন, "সংস্কৃতির পীঠস্থান আমাদের এই বাংলা। এই ভূমি স্বামী বিবেকানন্দের মতো সন্ন্যাসী দিয়েছে সমাজকে। নেতাজির মতো বিপ্লবী দিয়েছে দেশকে। মাতঙ্গিনী হাজরার মত বীরাঙ্গনা দিয়েছে সমাজকে। যে বাংলাকে দেখে গোটা ভারতকে 'ভদ্রলোক' বলে সম্বোধন করতো বাইরের মানুষ, আজ সেখানে ভোট পরবর্তী সন্ত্রাসের জন্য, বিজেপির ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটিকে আসতে হচ্ছে।

publive-image

মা সারদার বাংলায় হীরক রাণীর দৌলতে, ২০১১ সালের ভোট পরবর্তী হিংসার জন্য এনএইচআরকে পর্যন্ত স্বীকার করতে হয়েছিল যে, বাংলায় আইনের শাসন নয়, শাসকের আইন চলছে। আজ ২০২৪ সাল। নির্বাচনের সাল শুধু পরিবর্তন হয়েছে, তৃণমূলের চরিত্রের কোনও পরিবর্তন হয়নি।

publive-image

উন্নয়নের পরিবর্তে তৃণমূলের হাত থেকে বাংলায় সন্ত্রাস ছড়িয়েছে। এটা গোটা বাঙালি জাতির জন্য লজ্জার বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জীর বাংলাকে আজ লজ্জিত করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনের মূল মন্ত্র হলো 'এগিয়ে ভাইপো, পিছিয়ে বাংলা'।"

Add 1