New Update
/anm-bengali/media/media_files/EJHGZMZ8pv9VddCBaHil.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ এমভিএ আসন ভাগাভাগি নিয়ে বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বলেন, "ওঁদের অখিলেশ যাদবের কাছে আত্মসমর্পণ করতে হয়েছিল। তারা ইউপিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একটি আসনও পায়নি। এমভিএ-র অন্দরে স্বার্থের সংঘাত রয়েছে। মহারাষ্ট্রে এনডিএ জোটকে কোনও প্রতিদ্বন্দ্বিতা দেবে না তাঁরা। আমরা মহারাষ্ট্র, ঝাড়খণ্ড ও বিহারের নির্বাচনে জিতব।"
#WATCH | Patna, Bihar: On MVA seat sharing, BJP leader Ravi Shankar Prasad says, "They had to surrender to Akhilesh Yadav. They did not even get a single seat in UP to contest elections...There is a conflict of interest within the MVA. They will not give any competition to the… pic.twitter.com/9xwzXWU89W
— ANI (@ANI) October 27, 2024