'রুচিহীন' নেত্রীকে দলে রাখতে নারাজ BJP!

বঙ্গ (Bengal) রাজনীতিতে অনিশ্চিত হয়ে পড়েছে একদা মমতা ব্যানার্জির (Mamata Banerjee) ছায়াসঙ্গী বলে পরিচিত সোনালি গুহ (Sonali Guha)।  ২০২১ সালে বিধানসভা ভোটের (Election) ফল প্রকাশ করার পর তৃণমূলে (TMC) ফিরতে চেয়েছিলেন।

author-image
Pritam Santra
New Update
BJP

নিজস্ব সংবাদদাতাঃ বঙ্গ (Bengal) রাজনীতিতে অনিশ্চিত হয়ে পড়েছে একদা মমতা ব্যানার্জির (Mamata Banerjee) ছায়াসঙ্গী বলে পরিচিত সোনালি গুহ (Sonali Guha)।  ২০২১ সালে বিধানসভা ভোটের (Election) ফল প্রকাশ করার পর তৃণমূলে (TMC) ফিরতে চেয়েছিলেন। অনেক আবেদন করেও তৃণমূলে আর সুবিধা করতে পারেননি তিনি। ফের ঝুঁকেছেন বিজেপির (BJP) দিকে। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) হাত ধরে গেরুয়া শিবিরে দ্বিতীয়বার যোগ দিতে চাইছেন তিনি। কিন্তু দলের বহু নেতা সোনালি গুহকে আর দলে নিতে চাইছেন না। বিজেপির অন্দরে তার রুচিবোধ নিয়ে উঠে গিয়েছে প্রশ্ন। এরপরেই অনিশ্চিত হয়ে পড়েছে সোনালি গুহর রাজনৈতিক কেরিয়ার।