বাংলার অবস্থা পাকিস্তানের মতো!

এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, চোপড়ার ঘটনা সম্পর্কে মন্তব্য করলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। 

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
locket mamata.jpg

নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, চোপড়ার ঘটনা সম্পর্কে, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেছেন, "এটা অত্যন্ত লজ্জার বিষয়। একদিকে গুচ্ছ গুচ্ছ ভোট নিয়ে এরা ক্ষমতায় রয়েছেন আর অন্যদিকে দেখা যাচ্ছে, যে এখানে মহিলাদের কোনও সম্মান নেই।

locket chatterjeee.jpg

যেভাবে ওখানকার বিধায়ক মুসলিম রাষ্ট্র বলে কথাবার্তা বলছেন, বাংলার মাটিতে বসে, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাটাকে বাঁচাবেন কি করে! শুধু ভোট নিলেই চলবে? নারীদের সুরক্ষা দিতে হবে না? নারীদের সম্মান করতে হবে না?

1648156144_locket-chatterjee.jpg

আমি জানিনা এই ঘটনার পরেও মানুষরা কেন জাগছে না। তারপরেও কেন কেউ মুখ খুলছে না। মানুষ যতক্ষণ না মুখ তুলবে, মানুষ যতক্ষণ না আওয়াজ তুলবে, কোনও রাজনৈতিক পার্টি কিছু করতে পারবে না। মানুষকে দেখতে হবে, মানুষ কোনটা চায়। আজকে দেখতে হবে আমাদের বাংলা কোন জায়গায় পৌঁছচ্ছে? এখন তো মনে হচ্ছে বাংলার পাকিস্তান, আফগানিস্তানের মতো অবস্থা!"

Adddd