এতো কৌতূহল ভালো নয়

এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, বিজেপির কোর কমিটির বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অনুপস্থিত থাকার বিষয় সম্পর্কে মন্তব্য করলেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ।

author-image
Shroddha Bhattacharyya
New Update

নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, বিজেপির কোর কমিটির বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অনুপস্থিত থাকার বিষয় সম্পর্কে, বিজেপি নেত্রী কেয়া ঘোষ বলেছেন, "আগামীদিনে যে উপনির্বাচনগুলি হবে এবং আত্মসমীক্ষার জন্য কালকের বৈঠকটি করা হয়েছিল।

publive-image

আর এই বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত থাকতে পারেননি কারণ তিনি ছিলেন কোচবিহারে। কোচবিহারের তার এই কর্মসূচি পূর্বনির্ধারিত ছিল। ভোট পরবর্তী সন্ত্রাসে যারা আক্রান্ত হয়েছে তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি।

publive-image

তিনি তো বিজেপির নেতা। তিনি মিটিংয়ে উপস্থিত আছেন কি না আছেন, এই নিয়ে তৃণমূলের এত আনন্দ বা দুঃখ হচ্ছে কেন? এতো কৌতূহল ভালো নয়। খুব শীঘ্রই তাদের ২৯টা আসন জয়ের ফানুস ফেটে যাবে।"

Add 1