কথার জাগলারি করে, কাজের জাগলারি করে না

এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, মোদী ৩. ০-এর মন্ত্রীসভা সম্পর্কে মন্তব্য করলেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ।

author-image
Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update

নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, মোদী ৩. ০-এর মন্ত্রীসভা সম্পর্কে, বিজেপি নেত্রী কেয়া ঘোষ বলেছেন, " বিরোধীদের এই মন্ত্রীসভা নিয়ে মন্তব্য করার কোনও অধিকার নেই। বিশেষ করে তৃণমূল কংগ্রেসের। যারা এই গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে বেআইনি বলছে, তাদের কী অধিকার আছে এই বিষয় নিয়ে মন্তব্য করার? সবকিছুতে গায়ে পড়ে মন্তব্য করা স্বভাব। 

publive-image

এসব না নিয়ে এটা নিয়ে ভাবুন যে, সারাদেশে মানুষের উন্নয়নের জন্য কী কী কাজ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য ইতিমধ্যেই বিপুল আর্থিক প্যাকেজ দিয়েছে এই কেন্দ্রীয় সরকার। যে কেন্দ্রীয় সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বিরোধী বলেন, সেই কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের জন্য ১০,৫১৩ কোটি টাকা বরাদ্দ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ২০০৯ সালে ইউপিএ জোটের সঙ্গে ছিলেন, তখন তিনি শুধুমাত্র একটা ক্যাবিনেট বার্থ রেখে, দুজনকে প্রতিমন্ত্রী কেন করেছিলেন?

publive-image

তখন কি বঞ্চিত হয়নি বাংলা? তিনি রেলমন্ত্রী থাকাকালীন যে প্রকল্পগুলি ঘোষণা করেছিলেন একটাও বাস্তবায়িত হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শুধু কথার জাগলারি করে, কাজের জাগলারি করে না।"

Add 1