New Update
/anm-bengali/media/media_files/keya5.jpg)
নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, দিলীপ ঘোষের কেন্দ্রবদল সম্পর্কে, বিজেপি নেত্রী কেয়া ঘোষ বলেছেন, "এটা সংসদীয় কমিটির সিদ্ধান্ত। দিলীপদার হার অত্যন্ত দুর্ভাগ্যজনক।
/anm-bengali/media/media_files/keya6.jpg)
তার পরাজয়ে আপামর ভারতীয় জনতা পার্টির কর্মীরা মুষড়ে পড়েছে। এই বিষয় নিয়ে কেউ কারোর ক্ষোভের বহিঃপ্রকাশ করতেই পারে।
/anm-bengali/media/media_files/keya22.jpg)
মতানৈক্য হতে পারে, কিন্তু দিনের শেষে আমরা একটাই পরিবার। আমাদের নেতার নাম নরেন্দ্র মোদী। আমরা তার মার্গ দর্শনে চলি। একটা পরিবারে মনোমালিন্য থাকতেই পারে, কিন্তু সেটা অন্তর্দ্বন্দ্ব নয়। তৃণমূলের এই নিয়ে কথা না বলাই ভালো।"
/anm-bengali/media/post_attachments/ee7322e2b96da69d0b3d2fd4426f4f0c8f10e84ba8c68de7bfaabd83966a4a27.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us