/anm-bengali/media/media_files/keya8.jpg)
নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, উপনির্বাচনের আবহে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সম্পর্কে, বিজেপি নেত্রী কেয়া ঘোষ বলেছেন, "এটাই তো তৃণমূলের সংস্কৃতি। তোলাবাজি, সিন্ডিকেট যে কথাগুলো বিরোধীরা তৃণমূলের উদ্দেশ্যে ব্যবহার করতো, এখন দেখছি সেই কথাগুলোই একজন তৃণমূল কাউন্সিলার আর একজন তৃণমূল কাউন্সিলারের উদ্দেশ্যে ব্যবহার করছে।
/anm-bengali/media/media_files/keya5.jpg)
এই রাজ্যে দালাল রাজ, প্রোমোটারি রাজ, সিন্ডিকেট রাজ, তোলাবাজি রাজ এবং গুন্ডা রাজ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচ্ছন্ন ছায়ায় বেড়ে চলেছে তা নিয়ে তো সন্দেহের কোনও অবকাশ নেই। তৃণমূল আসলে রাজনৈতিক দল নয়। এটা করে কম্মে খাবার পার্টি। যার ভাগে খাওয়া কম পড়ছে, যার পাতে খাবার কম পড়ছে সেই রেগে যাচ্ছে।
সে বলছে অন্যজন কেন বেশি পাবে আমি কেন কম পাব! তৃণমূল কংগ্রেসের রাজ্যের শীর্ষ নেতৃত্বদের ক্ষেত্রেও এই একই অবস্থা দেখা গেছে। তৃণমূলের অন্দরের এই গোষ্ঠী কোন্দলের জন্য আমার ভীষণ ভয় লাগে। কারণ তাদের এই ঝামেলার জন্য নয় জন মানুষ তাদের প্রাণ হারিয়েছে। তারা নিজেরা যা করছে করুক, কোনও নিরীহ মানুষের যেন প্রাণ না যায়।"
/anm-bengali/media/post_attachments/5c718c942e320921bec70ab611c60621ea6a5973242f23e0a65d0e14a210b996.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us