/anm-bengali/media/media_files/keya6.jpg)
নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাস সম্পর্কে, বিজেপি নেত্রী কেয়া ঘোষ বলেছেন, "এটাই তো তৃণমূলের সংস্কৃতি। মুখে এরা বলে মা মাটি মানুষের প্রতিনিধি আমরা। কিন্তু সবার আগে মাকে অপমান করে। রেখা পাত্র থেকে শুরু করে পশ্চিমবঙ্গের অন্যান্য যারা বিরোধী মহিলা কর্মীরা রয়েছে তাদের অপমান করে তৃণমূল। তাদের উদ্দেশ্যে কটু কথা বলে।
/anm-bengali/media/media_files/keya44.jpg)
এটাই তো এই দলের সংস্কৃতি। রাষ্ট্রপতির উদ্দেশ্যেও কুৎসিত অঙ্গভঙ্গি করে তারা। একজন রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী এই ঘটনা ঘটিয়েছেন এবং তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এইসব ঘটনার পৃষ্ঠপোষক তৃণমূল। এসব শুনে বা দেখে আমি অবাক হচ্ছিনা।
২০২১ সালেও ভোট পরবর্তী সন্ত্রাস দেখা গিয়েছিল। সেই সময় ধর্ষণকে সন্ত্রাসের অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল তৃণমূল। লটারি মণ্ডল, যিনি জেলে আছেন, তার শাসনকালে ভয়াবহ অত্যাচার করা হয়েছিল। এইসব ঘটনার তদন্ত করতে আমাদের শীর্ষ নেতৃত্ব বাংলায় আজ একটি দল পাঠাচ্ছেন। কেন্দ্রীয় প্রাক্তন মন্ত্রী বিপ্লব দেব তার নেতৃত্বে একটি দল আসবে। তারা খোঁজ নেবে। খোঁজ নিয়ে তারা শীর্ষ নেতৃত্বের কাছে রিপোর্ট জমা দেবে। খুব খারাপ লাগছে বলতে, পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই। এখানে স্বৈরতন্ত্র আছে। এখানে একনায়ক তন্ত্র নয় একনায়িকা তন্ত্র আছে। এতো ভয় দেখানো সত্ত্বেও আমাদের ভোটের সংখ্যা বেড়েছে।"
/anm-bengali/media/post_attachments/70721d71a5db6614ff248eddcf0929953e27c431331166560c0213818564278a.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us