ট্রাম্প : 'অল্প সময় দিন', মার্কিন অর্থনীতির সঙ্কোচন নিয়ে আলোচনা
পহেলগাঁও হামলা নিয়ে মার্কিন সিনেটরের সঙ্গে আলোচনা করলেন পররাষ্ট্র মন্ত্রী ড. জয়শঙ্কর
জেলে থেকেও একাধিক হামলা ও আলোচনার অংশ হাফিজ সাঈদ, এবার ভারতের জবাব থেকে বাঁচাতে নিরাপত্তায় জোরদার
বড়বাজার অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে অস্বাভাবিক মৃত্যুর ইঙ্গিত— তদন্ত চাঞ্চল্যকর তথ্য
ফের তুমুল ঝড় বৃষ্টির আশঙ্কা— কখন থেকে শুরু হবে? জানুন
৩০ এপ্রিল-০১ মে রাতেও পাকিস্তানি সেনার অপ্ররোচিত হামলা, ভারতীয় সেনার পাল্টা জবাব
ট্রাম্প : তিনটি দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি হতে পারে, তবে তাড়াহুড়া নেই
হাভার্ডের ফেডারেল ফান্ডিং বন্ধ হতে পারে, ট্রাম্পের তীব্র হুঁশিয়ারি
পুতিনকে ঠেকাতে ট্রাম্পের চাল? ইউক্রেনের সঙ্গে খনিজ চুক্তি নিয়ে জল্পনা

নারীদের সম্মান নয়, এটা দুই মন্ত্রীর লড়াই

এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, অখিল গিরির ক্ষমা না চাওয়ার বিষয় সম্পর্কে মন্তব্য করলেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ।

author-image
Shroddha Bhattacharyya
New Update

নিজস্ব সংবাদদাতা: এএনএম নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে, অখিল গিরির ক্ষমা না চাওয়ার বিষয় সম্পর্কে বিজেপি নেত্রী কেয়া ঘোষ বলেছেন, "এটা অখিল গিরির ঔদ্ধত্য। এটা শুধুমাত্র এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। যখন উনি আমাদের মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছিলেন তখন তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। অখিল গিরি শর্তসাপেক্ষ ক্ষমা চেয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বরং আন্তরিকভাবে ক্ষমা চেয়েছিলেন। কিন্তু সেই সময় তাকে শোকজও করা হয়নি এবং মন্ত্রীসভা থেকে তাকে তাড়িয়ে দেওয়াও হয়নি। আর যদি সেটা করা হতো তবে তার ফল অন্য রকম হতো।

publive-image

অখিলগিরি ভেবেছেন যে কোন সময় যে কোনও মহিলার বিরুদ্ধে তিনি এই ধরণের কুরুচিকর মন্তব্য করে পার পেয়ে যাবেন। একটা কথা স্পষ্ট করে জানিয়ে রাখি, মহিলার বিরুদ্ধে তিনি কুরুচিকর মন্তব্য করেছেন বলে তাকে সরিয়ে দেওয়া হয়নি। এটা হচ্ছে মন্ত্রীত্বের লড়াই। কিসসা কুর্শিকা, কিসসা দুই মন্ত্রীকা। এখানে বীরবাহ হাঁসদা তিনি এখানে এগিয়ে গেছেন এবং পিছিয়ে গেছেন অখিল গিরি। এখানে ফেভারিটজম করা হয়েছে বীরবাহ হাঁসদার সঙ্গে।

publive-image

বনদপ্তরে অখিল গিরিকে পিছিয়ে রাখা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি দেশের নারীদের সম্মান সম্পর্কে ভাবিত হতেন তবে যখন অখিল গিরি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে কুরুচিকর কথা বলেছিলেন তখনই তার ব্যবস্থা নেওয়া উচিত ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের শুধুমাত্র লোক দেখানো রাজনীতি করছেন এবং জনগণের আইওয়াশ করছেন।"

 

Adddd