New Update
/anm-bengali/media/media_files/extQalNd5OHVErMb1o2K.jpg)
নিজস্ব সংবাদদাতা: তৃণমূলের বিদায়ী সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেবের পর এবার ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায়, আজ মনোনয়ন জমা দিলেন মেদিনীপুর জেলাশাসক কার্যালয়ে।
/anm-bengali/media/post_attachments/d643d4fb960900ad86a2fe3485056a5dbdc5fa0c8d6b0a37eb2cacd14dd50b15.jpeg?w=1200)
এদিন তিনি কেশপুরে নিহত বিজেপি কর্মী সুশীল ধাড়ার পরিবারকে প্রণাম করে মনোনয়ন জমা দিতে যান। এই মনোনয়ন জমা দিতে যাওয়ার আগে তিনি বলেন, "ঘাটালের সাংসদ প্রথম দিনই রক্ত নিয়েই মনোনয়ন জমা দিলেন। তিনি মিথ্যে কথা বলেছেন। তিনি প্রথমে বলেছিলেন ৯ লক্ষ ভোট পেলে তিনি ৯ লক্ষ গাছ লাগাবেন। তার কিছুক্ষণের মধ্যেই তিনি ৮ লক্ষ ভোট পেলে ৮ লক্ষ গাছ লাগাবার প্রতিশ্রুতি দিয়েছেন।
/anm-bengali/media/post_attachments/c788ee1f9c62bf668a78e393f8ee2a61596afabee03df84a8010072281aba735.jpg)
এক মিনিটের মধ্যেই সাংসদ মিথ্যে কথা বলেছেন। একদিকে কেশপুরে রক্ত ঝরিয়ে, অন্যদিকে সৌজন্যতার বার্তা দিয়ে নিজেকে মহান ভাবছে দেব।"
/anm-bengali/media/post_attachments/987ec6c712be65c156293f46a3b03a501cd768c6fdc849d036d9a6ed1b518ed0.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us