New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: সন্দেশখালিতে তৃণমূলের তরফে প্রকাশ্যে আনা ভিডিও ঘিরে ক্রমেই ঘোলা হচ্ছে জল। অভিযোগ, পালটা অভিযোগে চড়ছে পারদ। সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে দায়ের হয়েছে এফআইআর। সন্দেশখালির এক তৃণমূল নেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হয়েছে এফআইআর। আর সেই এফআইআরে নাম রয়েছে বিজেপি নেতা গঙ্গাধর কয়াল ও আরও এক বিজেপি নেতার। নাম রয়েছে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
আর এবার বিপদ বুঝে তড়িঘড়ি সমস্ত এফআইআর থেকে নিজের নাম প্রত্যাখ্যান করার জন্যে হাইকোর্টে আবেদন করলেন গঙ্গাধর কয়াল। আজ সকালেই তিনি এমন আবেদন জানিয়েছেন কলকাতা হাইকোর্টে। মূলত, রক্ষাকবচের জন্যেই বিজেপি নেতার এই আবেদন।
/anm-bengali/media/media_files/BitTBNLpDZw5peHPSrBn.jpg)
/anm-bengali/media/media_files/vvdq9AwALkURz5rc9Bec.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us