/anm-bengali/media/media_files/gBsUua5DGN0YaqajUZ41.jpg)
নিজস্ব সংবাদদাতা: ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রমিত টুডু এএনএম নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারের শুরুতেই বলেন, "১০০% আমরাই জিতছি।
/anm-bengali/media/media_files/1F39OhX0TrfgB3oxef7a.png)
এই নির্বাচনে বিজেপিই জিতবে।" ঝাড়গ্রামের মানুষের প্রধান সমস্যাগুলির কথা জিজ্ঞাসা করলে তিনি জানান, ঝাড়গ্রামের জঙ্গল লাগোয়া কিছু গ্রামে হাতির সমস্যা রয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধালাভ থেকে তৃণমূলের লোকেরাই সাধারণ মানুষকে বঞ্চিত করছে। জলের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে মানুষদের। ঘরে ঘরে জলের ব্যবস্থা নেই। ভোটের আগে রাস্তা সারাচ্ছে তৃণমূল, তারপর রাস্তা ভেঙে যাচ্ছে।"
/anm-bengali/media/media_files/tYfzo6UqBSdXBVvUCSZE.png)
কুণাল হেমব্রম সম্পর্কে তিনি বলেন, "কুণাল হেমব্রম জনগণের কল্যাণের জন্য প্রচুর টাকা খরচ করেছেন। আগের তৃণমূল প্রার্থী উমা সোরেন সেটা করতে পারেননি।"
তিনি আরও জানান, "ডোর-টু-ডোর ক্যাম্পেন করে আমরা আমাদের বক্তব্য সাধারণ মানুষের কাছে তুলে ধরছি। শীর্ষ নেতৃত্বদের সাথে নিয়মিত বৈঠক করছি। মোদিজির সু-শাসন সম্পর্কে মানুষকে অবগত করে চলেছি। উন্নয়নটাই আমাদের মূল উদ্দেশ্য। স্বাস্থ্য ও শিক্ষার পরিকাঠামো উন্নয়নের কথা চিন্তা করছি।"
/anm-bengali/media/post_attachments/65892a666fa5a5f5fa85fc9b60ce5d27228ddaf5b80f5e3014d6d4f7608961d3.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us