New Update
/anm-bengali/media/media_files/YUXS1BTBFjiJxdxyqSV6.jpg)
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৩ নং সত্যপুর গ্রাম পঞ্চায়েতের তেঘরি এলাকায় বিজেপি নেতা তরুন যাশুর বাড়ীতে হাজির হয়েছিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণময় চট্ট্যোপাধ্যায়। সেখানে তিনি বাচ্চাদের কোলে নিয়ে নিজেই সেলফি নেন। পাশাপাশি যারাই প্রার্থীকে দেখতে এসেছিল সবাইয়ের সাথে সেলফি নেন। পাশাপাশি গ্রামের একটি মন্দিরে গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলেন তিনি।
এছাড়াও তিনি তৃণমূল প্রার্থী দেবকে কটাক্ষ করেন। তিনি বলেন, ' ১১ শতাংশ সংসদে যান তিনি। বাকী ৮৯ শতাংশ শুটিং করেন। '
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us