মনোনয়ন শেষ হতেই তেতে উঠল BJP! স্বামীর চাকরি কেড়ে নেওয়া ও ছেলেকে মারার হুমকি

রাজ্য পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব শেষ হতেই বিক্ষিপ্তভাবে অভিযোগ উঠছে বিভিন্ন জায়গা থেকে। এবার পাণ্ডবেশ্বরে বিজেপি প্রার্থীর অভিযোগ এল সামনে।

author-image
Anusmita Bhattacharya
New Update
bahula

হরি ঘোষ, পাণ্ডবেশ্বর: আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। ইতিমধ্যেই ভোটের মনোনয়ন পর্ব শেষ হয়েছে। মনোনয়নকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় ঝরেছে রক্ত, চলেছে গুলি আর বোমা। তবে পশ্চিম বর্ধমান জেলায় কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এক প্রকার শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে মনোনয়ন পর্ব। 

মনোনয়ন পর্ব শেষ হতেই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির দাবি, পাণ্ডবেশ্বর বিধানসভার বহুলা পঞ্চায়েতের সি এল জামবাদ এলাকার ৯৫ নম্বর বুথ সমিতির হয়ে বিজেপির পদপ্রার্থী হয়েছেন পিঙ্কি বর্মণ নামক এক মহিলা। অভিযোগ ওঠে যে গতকাল রাতে বহুলা পঞ্চায়েত প্রধান বীর বাহাদুর শিং ও তার দলবল পিঙ্কির বাড়িতে এসে চড়াও হয়। পিঙ্কির অভিযোগ, তাঁকে হুমকি দেওয়া হয় মনোনয়ন প্রত্যাহার করে নিতে। মনোনয়ন প্রত্যাহার না করলে তাঁর বাড়ির বিদ্যুৎ বন্ধ করে দেওয়া থেকে শুরু করে স্বামীর চাকরি কেড়ে নেওয়া হবে এবং ছেলেকেও মারধর করা হবে বলে হুমকি দেয় বীর বাহাদুর সিং। বিজেপির পাণ্ডবেশ্বর মণ্ডল ২- এর সভাপতি পার্থ পাল বলেন, 'শাসক দল যতই হুমকি দিক পিঙ্কি বর্মণ ৯৫ নম্বর বুথ থেকেই নির্বাচনে লড়বেন। কোনওভাবেই মনোনয়ন প্রত্যাহার করবেন না তিনি'।

অন্যদিকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, 'সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। হাওয়া গরম করতেই বিরোধীরা এরকম কথা বলছেন'। নরেন্দ্র বাবু বলেন, 'একমাত্র পশ্চিম বর্ধমান জেলায় অন্যান্য জায়গার তুলনায় শান্তিপূর্ণভাবে মনোনয়ন পর্ব শেষ হয়েছে। বিরোধীদের কোথাও গোলাপ ফুল, কোথাও ডাবের জল দিয়ে মনোনয়নে অভ্যর্থনাও জানানো হয়েছে'। জেলা সভাপতি বলেন, 'শুধু শুধু মিথ্যাচার করে কোনও লাভ নেই। যে সকল বিরোধীরা এ ধরনের মিথ্যাচার করছেন তাঁরা তাদের প্রার্থীদের বলুক আমার বাড়িতে চলে আসতে। ভোটের দিন তাঁদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে'। নরেন্দ্র বাবু দাবি করেন, 'শুধু শুধু বিরোধীরা মিথ্যার মদত নিচ্ছেন। তাঁদের কাছে অনুরোধ অহেতুক মিথ্যার মদত নিয়ে পরিবেশকে দূষিত করবেন না। ভোটে জনগণরাই সর্বশ্রেষ্ঠ জনগণ। তাঁরা যাকে ভোট দেবেন সে জনগণের হয়ে কাজ করবেন পঞ্চায়েতে'।

শুধুমাত্র এখানেই নয়, রাজ্যের অন্যান্য বেশ কিছু জায়গা থেকেই বিক্ষিপ্ত হিংসার ছবি উঠে এসেছে। শুধুমাত্র মনোনয়ন পর্বে এই অবস্থা হলে ভোটের সময়ে কী হবে সেটা ভেবেই ভীত হয়ে পড়েছেন রাজ্যের মানুষ।