/anm-bengali/media/media_files/OQTKYtlolu4RdHERYUkS.jpg)
নিজস্ব সংবাদদাতা: তাঁর নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে টাকা চাওয়া হচ্ছে চেনা-পরিচিত মানুষের কাছ থেকে। এবার এমনই অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ হলেন ব্যারাকপুরের সংসদ সদস্য অর্জুন সিংয়ের বিধায়ক পুত্র পবন সিং। জানা গেছে যে শনিবার ভাটপাড়ার বিজেপি বিধায়ক জানতে পারেন যে তাঁর নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে টাকা চাওয়া হচ্ছে তাঁর পরিচিতদের কাছে।
যে সব পরিচিতের কাছে টাকা চাওয়া হয়েছে, তাঁরা ফেসবুকের স্ক্রিনশট পাঠিয়ে বিষয়টি জানান ভাটপাড়ার বিধায়ককে। তারপরেই এই বিষয়ে আইনি পরামর্শ করে পবন অভিযোগ দায়ের করলেন জগদ্দল থানায়। পাশাপাশি জানা গেছে যে তিনি অভিযোগ দায়ের করেছেন ব্যারাকপুর কমিশনারেটের সাইবার ক্রাইম শাখাতেও। তবে কে বা কারা এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তা স্পষ্ট করে কিছুই জানাতে পারেননি পবন। তবে তাঁর ভাবমূর্তি কলুষিত করতেই যে এমন ঘটনা ঘটানো হয়েছে সে ব্যাপারে নিশ্চিত রয়েছেন ভাটপাড়ার বিজেপি বিধায়ক।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us