যুদ্ধ, ইসলামি গোষ্ঠীর হাতে শেষ দেশের নাগরিক! কেঁদে ফেললেন রাষ্ট্রপতি

হামাস কর্তৃক অপহৃত আমেরিকান নিহত।

New Update
kn

file pic

নিজস্ব সংবাদদাতাঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গত ৭ অক্টোবর ফিলিস্তিনি ইসলামি গোষ্ঠী হামাসের হামলায় গাদি হাগগাই নামে এক আমেরিকান নিহত হওয়ার খবরে তিনি 'মর্মাহত'। ইসরায়েলি বংশোদ্ভূত ৭৩ বছর বয়সী হাগগাই ও তার স্ত্রীকে জিম্মি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জিম্মিদের পরিবারের প্রতিনিধিত্বকারী একটি গ্রুপ জানিয়েছিল যে হাগগাই বন্দী অবস্থায় মারা গেছেন।

হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেন, "জিল বাইডেন এবং আমি এই খবরে মর্মাহত যে আমেরিকান গাদি হাগগাই এখন ৭ অক্টোবর হামাসের হাতে নিহত হয়েছেন বলে মনে করা হচ্ছে। আমরা তার স্ত্রী জুডির সুস্থতা ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য প্রার্থনা চালিয়ে যাচ্ছি।" 

সূত্রে খবর, হাগগাই'র স্ত্রী জুডিথ ওয়েইনস্টেইন এখনও গাজায় জিম্মি রয়েছেন।

hire