বৌদ্ধ পরিবারের সন্তান এবার দেশের সর্বোচ্চ ন্যায়পদে— দেশের ৫২তম প্রধান বিচারপতি কে হলেন? জানুন

বিচারপতি ভূষণ গবাই হলেন ভারতের ৫২তম প্রধান বিচারপতি এবং দেশের প্রথম বৌদ্ধ সিজেআই। মামলার জট কমানো ও ন্যায়বিচার সহজ করাই তাঁর লক্ষ্য।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব সংবাদদাতা : আজ ভারতের ৫২তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি ভূষণ গবাই। তিনি দেশের প্রথম বৌদ্ধ ও দ্বিতীয় দলিত ব্যক্তি যিনি এই পদে এলেন। তাঁর বাবা ছিলেন আম্বেদকরের অনুগামী এবং বৌদ্ধ ধর্মে দীক্ষিত।

publive-image

বিচারপতি গবাই জানিয়েছেন, সুপ্রিম কোর্টে মামলার জট কমানো ও বিচারপতির শূন্যপদ দ্রুত পূরণই তাঁর প্রধান লক্ষ্য। বিদায়ী সিজেআই সঞ্জীব খন্না তাঁকে ‘সহজ ও দক্ষ’ বলে প্রশংসা করেন।

বিচারপতি গবাইয়ের মা সংবাদমাধ্যমে বলেন, “ছেলে ছোটবেলা থেকেই অনেক সংগ্রামের মধ্যে দিয়ে বড় হয়েছে। ধাপে ধাপে উঠে এসেছে আজকের এই শিখরে। সাধারণ স্কুলে পড়াশোনা করেও কঠোর পরিশ্রম আর নিষ্ঠার জোরে এতদূর এসেছে।” তিনি জানান, তাঁর ছেলে বরাবর গরিব-দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন, অনেকের চিকিৎসার খরচও দিয়েছেন নিজে। তাঁর মতে, এই সেবা-মনস্কতার জন্যই আজ ঈশ্বর তাঁকে এই বড় পুরস্কার দিয়েছেন।