ত্রিপুরার পর বাংলাতে সৌরভ গাঙ্গুলির পাশে ফের BJP

গত বিধানসভা নির্বাচনের (Election) সময় থেকে সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) এবং ভারতীয় জনতা পার্টির (BJP) মধ্যে চলেছে বহু জল্পনা। অনেকে মনে করেছিলেন গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন মহারাজ।

author-image
Pritam Santra
24 May 2023 | আপডেট করা হয়েছে 25 May 2023
ত্রিপুরার পর বাংলাতে সৌরভ গাঙ্গুলির পাশে ফের BJP

নিজস্ব সংবাদদাতাঃ গত বিধানসভা নির্বাচনের (Election) সময় থেকে সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly) এবং ভারতীয় জনতা পার্টির (BJP) মধ্যে চলেছে বহু জল্পনা। অনেকে মনে করেছিলেন গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন মহারাজ। তেমনটা অবশ্য হয়নি। কিন্তু নতুন করে সৌরভ এবং বিজেপির মধ্যে যোগসূত্র তৈরি হয়েছে। বিজেপি শাসিত ত্রিপুরার (Tripura) পর্যটন দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার ব্যাপারে সৌরভ সম্মতি জানিয়েছেন বলে মঙ্গলবার জানা গিয়েছিল। এরপর পশ্চিমবঙ্গে ফের সৌরভের পক্ষে মত প্রকাশ করেছে বিজেপি। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, "সৌরভ গাঙ্গুলি বাঙালির আইডল। বাংলার সরকারের উচিৎ ছিল তাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর বানানো। সেই কাজ তারা করেনি, ফলে ত্রিপুরার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছেন সৌরভ, সেখানেও তো বাঙালিরা থাকেন। এই মুহূর্তে কলকাতা কর্পোরেশনের কোনও শেরিফ নেই। এই পদটি অবিলম্বে সৌরভ গাঙ্গুলিকে দেওয়া হোক।"