New Update
/anm-bengali/media/media_files/0qdPXa9tjoXsjHWgzl6c.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ভারতে জি ২০ সম্মেলন। বিরাট ব্যাপার। মোদিজির ‘বসুন্ধরা কুটুম্বিকম’ এর মন্ত্রই এবার সম্মেলনের মূল বিষয়বস্তু। ফলে সেই বার্তা বিদেশের মাটিতে পৌঁছে দিতে বিভিন্ন ভাবে সেজে উঠেছে রাজধানী।
এমনিতেও ভারতে একটি কথা প্রযোজ্য ‘অতিথি দেব ভবঃ’। আর সেখানে অতিথিরা যদি হন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানেরা, তাহলে সেখানে গুরুত্ব আরও অনেক বেশি। নিরাপত্তার সাথে সাথেই দেশের সৌন্দর্যতাকেও ব্যক্ত করতে হবে। আর সেই জন্যেই নবরূপে ধরা দিচ্ছে জি-২০ সম্মেলনের সিলেক্টিভ হোটেলগুলি। যে হোটেলগুলিতে বিদেশি ডেলিগেটসরা এসে থাকবেন সেই হোটেলগুলিই এখন নতুন রূপে সেজে উঠেছে। রইল তারই কিছু ঝলক।
#WATCH | G 20 in India | Beautification of hotels in Delhi for the G 20 Summit. pic.twitter.com/ZvVpqXS03V
— ANI (@ANI) September 8, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us