বঙ্গোপসাগরে অ্যান্টি সাইক্লোন পরিস্থিতি, আনছে সুখবর

সামান্য ঝড়-বৃষ্টিই এখন নিয়ে আসবে অনেকটা স্বস্তি।

author-image
Atreyee Chowdhury Sanyal
আপডেট করা হয়েছে
New Update
 kolkata cloud.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: বৃষ্টির দেখা নেইরে বৃষ্টির দেখা নেই। এখন এটাই ট্যাগ লাইন বঙ্গবাসীর জীবনের। প্রত্যেকেই প্রায় চাতক পাখির মত তাকিয়ে আছে আকাশের দিকে। সামান্য ঝড়-বৃষ্টিই এখন নিয়ে আসবে অনেকটা স্বস্তি।

এতোদিন জোড়া ঘূর্ণাবর্তের পূর্বাভাস বঙ্গোপসাগরে থাকলেও তার সুপ্রভাব বাংলায় পড়েনি। বরঞ্চ অন্যান্য রাজ্যে এর প্রভাব পড়েছে। আর এর পালটা কুপ্রভাব পড়েছে এরাজ্যে। একধাক্কায় তাপমাত্রা বেড়ে গেছে অনেকটা। তাপপ্রবাহ এমন মাত্রায় বেড়েছে যে তা ৫০ বছরের রেকর্ডকেও হার মানিয়েছে। তবে এবার বদলাচ্ছে বঙ্গোপসাগরের হাওয়া। বঙ্গোপসাগরে অ্যান্টি সাইক্লোন পরিস্থিতি তৈরি হয়েছে। যার জেরে এবার সুখবর আসছে বাংলার বুকে। সপ্তাহান্তেই বারিধারায় ভিজতে চলেছে বঙ্গের একাধিক জেলা। হয়তো আগামী সপ্তাহেই তীব্র তাপপ্রবাহে খানিকটা দাঁড়ি টানবে মূল্যবান বৃষ্টি।

heat control drink.jpg

weather 640x400-5-1551439342.jpg

Add 1