১৯৭টি প্রাণের বিনিময়ে মেধার হল জয়

বাংলাদেশে এবার ৯৩% নিয়োগ হবে মেধার ভিত্তিতে।

author-image
Shroddha Bhattacharyya
New Update
f

নিজস্ব সংবাদদাতা: ১৯৭ জনের রক্তের বিনিময়ে বাংলাদেশে সংরক্ষণ নীতির সংশোধন ঘটেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মঙ্গলবারই বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ সরকার।

Bangladesh violence: 32 killed, hundreds injured. Why are students  protesting? What are the demands? | Explained | World News - Hindustan Times

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী পরিবারের জন্য চাকরিতে ৭ শতাংশ সংরক্ষণ করা হয়েছে। তার মধ্যে অন্তর্ভুক্ত আছে সংখ্যালঘু সম্প্রদায়, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের মানুষ। বাকি ৯৩% নিয়োগ হবে মেধার ভিত্তিতে।

Bangladesh Protests Live Updates: Over 4,500 Indians have returned from  Bangladesh, says MEA | World News - The Indian Express

কিন্তু ১৯৭ জনের মৃত্যু ও দুই হাজারেরও বেশি আহত আন্দোলনকারীদের ক্ষতে প্রলেপ পড়তে এখনও সময় লাগবে। 

Adddd