New Update
/anm-bengali/media/media_files/0P6yeC3KuXO8uBaS0B1G.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, শনিবার ভোরে আফগানিস্তানের নিকটবর্তী পাকিস্তানে একটি সামরিক চৌকিতে জঙ্গিরা বিস্ফোরক বোঝাই একটি গাড়ি ও আত্মঘাতী বোমা ব্যবহার করে হামলা চালায়, এতে নিরাপত্তা বাহিনীর সাত সদস্য নিহত হয়।
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ছয় হামলাকারী এই ঘটনা ঘটিয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মিয়ানমার সেনাবাহিনী।
/anm-bengali/media/media_files/x4vv1arZvfB83eqGaCyH.jpeg)
বিবৃতিতে বলা হয়, "সন্ত্রাসীরা পোস্টে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি ঢুকিয়ে দেয়, এরপর একাধিক আত্মঘাতী বোমা হামলা চালানো হয়, যার ফলে একটি ভবনের কিছু অংশ ধসে পড়ে, যার ফলে পাঁচজন শাহাদাত বরণ করেন।"
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us