Japan: ভূমিকম্প, সুনামি, বাড়ি ধস, আগুন! নতুন বছরে প্রাণ গেল ৬ জনের

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত জাপান।

New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতাঃ জাপান সাগরের ইশিকাওয়া প্রিফেকচারে সোমবার বিকেলে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত হয়েছেন। জাপানের আবহাওয়া সংস্থা জাপান সাগরে সুনামির সব সতর্কতা কমিয়ে পরামর্শ দিয়েছে। তবে সংস্থাটি আরও সম্ভাব্য ভূমিকম্প এবং সুনামির জন্য বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

ইশিকাওয়ার বেশ কয়েকটি শহরে সুনামি দেখা গেছে। ওয়াজিমা ১২০ সেন্টিমিটারের ওপরে একটি এবং কানাজাওয়া ৯০ সেন্টিমিটারের ওপরে একটি রেকর্ড করেছে।

ইশিকাওয়ার পুলিশ জানিয়েছে, ধসে পড়া একটি বাড়ি থেকে উদ্ধারের পর এক বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তারা আরও পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

দমকল বিভাগ জানিয়েছে, তারা ৫০টিরও বেশি বাড়ি ধসে পড়ার খবর পেয়েছে। ক্ষতিগ্রস্ত ভবনের নিচে আটকা পড়া লোকজনের খবরের বিষয়েও তারা সাড়া দিচ্ছে। কর্তৃপক্ষ ও হাসপাতালগুলো জানিয়েছে, নিগাতা ও তোয়ামাসহ আরও চারটি প্রশাসনিক অঞ্চলে কয়েকজন মানুষ আহত হয়েছেন।

ওয়াজিমার শহরের কর্মকর্তারা জানিয়েছেন, শহরের কেন্দ্রস্থলে আগুন লেগে ৫০টিরও বেশি দোকান ও ঘরবাড়ি পুড়ে গেছে।

hire