New Update
/anm-bengali/media/media_files/5EWvwqNZBQ25dWrdlLEg.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ সোমবার জানা গিয়েছে, চলতি মাসের শুরুর দিকে বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলের একটি গ্রামে হামলায় অন্তত ৭০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বয়স্ক ও শিশু। গত ৫ নভেম্বর বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলীয় সেন্টার-নর্থ অঞ্চলের জাওঙ্গো গ্রামে অজ্ঞাতপরিচয় হামলাকারীরা হামলা চালায়।
গত ১১ নভেম্বর তদন্তের জন্য পাঠানো একটি বিচার বিভাগীয় দল অন্তত ৭০ জনের মৃত্যুর খবর পায়। রাষ্ট্রীয় কৌঁসুলি এক বিবৃতিতে জানিয়েছেন, নিহতদের বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। নিহত, আহত ও নিখোঁজের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। তদন্ত চলছে।
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us