New Update
/anm-bengali/media/media_files/2WoNEPUVCEh8bHAaE1PQ.webp)
নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে রুশ গোলাবর্ষণে অন্তত পাঁচজন নিহত ও তিনজন আহত হয়েছে বলে জানা গিয়েছে।
দোনেৎস্ক অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান পাভলো কিরিলেনকো বলেন, 'লিমান জেলায় গোলাবর্ষণের ঘটনা ঘটেছে।'
দোনেৎস্কের আঞ্চলিক প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, "টর্স্ক গ্রামে একটি ব্যক্তিগত বাড়ির কাছে বসে থাকার সময় তিনজন বাসিন্দা নিহত হন এবং টর্স্কের আরেক বাসিন্দা আহত হয়েছেন।"
কিরিলেনকো বলেন, 'দোনেৎস্ক অঞ্চলের ইয়াম্পিল বসতিতে রুশ গোলাবর্ষণে দুই বেসামরিক নাগরিক নিহত ও একজন আহত হয়েছেন।'
কিরিলেনকো বলেন, 'রাশিয়া দোনেৎস্ক অঞ্চলের নিউ-ইয়র্ক গ্রামে বিমান হামলা চালিয়েছে। হামলার পর কোনো হতাহতের ঘটনা ঘটেনি।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us