/anm-bengali/media/media_files/7e2eT7oa8KrSX5rL3sms.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আজ এশিয়া কাপের সুপার ফোরে ভারতের দ্বিতীয় ম্যাচ। ভারত বনাম শ্রীলঙ্কা। গতকাল রিজার্ভ ডে-তে কার্যত টিম পাকিস্তানকে ধুলোয় মিশিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। ২২৮ রান বাকি থাকতে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। এই বিশাল জয়ে আপাতত উত্তেজিত গোটা টিম। খানিকটা বাড়তি স্পিরিট নিয়ে আজ খেলতে নামবে মেন ইন ব্লু।
অথচ কলম্বোর আকাশের মুখ কিন্তু আজও ভার। ফলে খেলা শুরু হলেও ১০০ ওভার সম্পন্ন হবে কিনা, তা নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। কলম্বোর আবহাওয়া খুব একটা আশার কথা কিন্তু এবারেও শোনাচ্ছে না। ফলে যারা টস জিতবে তাদের জন্যে আজও ম্যাচ অ্যাডভান্টেজ হতে চলেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
#WATCH | Sri Lanka | Cloudy skies in Colombo this morning where Team India will face Sri Lanka in the fourth match of Super Fours of #AsiaCup2023, later today. pic.twitter.com/MsnjOypBJZ
— ANI (@ANI) September 12, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us