হঠাৎ করোনা সংক্রমণ! হায়দ্রাবাদফেরত দু’জনকে ঘিরে উত্তেজনা অরুণাচলে

অরুণাচলে নতুন করে করোনা সংক্রমণ, দু’জনের শরীরে ধরা পড়েছে কোভিড। স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাস—“ভয়ের কিছু নেই, আগের মতো পরিস্থিতি নয়।”

author-image
Debapriya Sarkar
New Update
covid7

নিজস্ব সংবাদদাতা : অরুণাচল প্রদেশে ফের নতুন করে করোনা সংক্রমণ ধরা পড়েছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বিউরাম ওয়াহ্গে জানিয়েছেন, হায়দ্রাবাদ থেকে আসা দুই ব্যক্তির শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। তারা যখন অসুস্থ হয়ে পড়েন, তখনই পরীক্ষা করানো হয়। এরপরই রিপোর্টে করোনা পজিটিভ আসে।

covidd.jpg

মন্ত্রীর বক্তব্য, "এই মুহূর্তে শুধুমাত্র দু’জন সংক্রমিত হয়েছেন। এর থেকে বেশি কিছু নয়। আগের বারের মতো ভয়াবহ পরিস্থিতি নেই। তখনও আমরা একসঙ্গে লড়াই করে পরিস্থিতি সামাল দিয়েছিলাম। এবার তার প্রয়োজনই হবে না বলে আশা করছি।" 

মানুষকে আতঙ্কিত না হওয়ার বার্তা দিয়েছেন তিনি। একইসঙ্গে সবাইকে স্বাস্থ্য সচেতন থাকারও পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, "সবাইকে অনুরোধ করব সকালের হাঁটা, যোগাসন করার জন্য। এতে শরীর-মন ভালো থাকবে।" যদি পরিস্থিতি খারাপ হয়, সরকার ব্যবস্থা নেবে। স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাস, এখনই কোনও বড় পদক্ষেপের দরকার নেই। তবে যদি সংক্রমণ বাড়ে বা পরিস্থিতি খারাপ হয়, তাহলে প্রশাসন প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।