New Update
/anm-bengali/media/media_files/MVVidEKQWmimuNY3hbaJ.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: একে তো বিশ্বকাপ। তারপর ভারত-পাকিস্তানের ম্যাচ। আজ গুজরাট ক্রিকেট জ্বরে কাবু। ইতিমধ্যেই বিশিষ্টজনেরা সেখানে পৌঁছে গিয়েছেন। পৌঁছে গিয়েছে ফ্যানেরাও। তবে এরই মধ্যে গুজরাটে পা রাখলেন গায়ক অরিজিৎ সিং।
আজ ম্যাচ শুরু হওয়ার আগে, অরিজিৎ-এর পারফরম্যান্স আছে ময়দানে। সেই জন্যেই আহমেদাবাদে পা রাখলেন তিনি। মঞ্চে থাকবেন শচীন তেন্ডুলকারও। অবশ্য বিশ্বকাপ শুরু হয়ে যাওয়ার এতোদিন পর অনুষ্ঠান হওয়ায়, খানিকটা ক্ষোভের সঞ্চার হয়েছে, বিভিন্ন দলের মধ্যে। তবে আপাতত এই সব বিষয়কে আমল দিতে চাইছে না কেউই। কেননা আজ বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচ।
#WATCH | Gujarat: Singer Arijit Singh arrives in Ahmedabad for the India Vs Pakistan ICC Cricket World Cup match today#INDvsPAKpic.twitter.com/WnJtaooKRT
— ANI (@ANI) October 14, 2023
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us